প্যারিসে নির্মিত হচ্ছে প্রথম স্থায়ী শহীদ মিনার

প্যারিসে প্রথম স্থায়ী শহীদ মিনার নির্মাণ বিষয়ক সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

তুলুজ শহরের পর এবার ফ্রান্সের রাজধানী প্যারিসে নির্মিত হচ্ছে প্রথম স্থায়ী শহীদ মিনার। এর মধ্যে দিয়ে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে।

গত শুক্রবার স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা জানিয়েছেন, প্যারিসের বিখ্যাত সেন্ট ডেনিস ইউনিভার্সিটির বার্নার্ড মারি স্কয়ারে নির্মিত হবে এই শহীদ মিনার। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে তৈরি করা হবে এটি। নির্মাণে খরচ হবে প্রায় ৭০ হাজার ইউরো।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কাজী এনায়েত উল্লাহ, মূল উদ্যোক্তা স্বরুপ সদিউল, অর্থ সমন্বয়ক টিএম রেজা।

তারা জানান, এরইমধ্যে শহীদ মিনার নির্মাণের প্রশাসনিক কার্যক্রম ও নকশা অনুমোদনের কাজ শেষ হয়েছে। খুব শিগগির শুরু হবে নির্মাণ কাজ।

আগামী বছরের ২১ ফেব্রুয়ারিতে এই স্থায়ী শহীদ মিনারে ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। এতদিন অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে আসছিলেন প্রবাসীরা।

প্রধান সমন্বয়ক কাজী এনায়েত উল্লাহ বলেন, '২ হাজার বছরেরও বেশি ঐতিহ্যের অধিকারী, বিশ্বের অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র প্যারিস। সেখানে আমাদের স্থায়ী শহীদ মিনারটি বাংলাদেশের ভাষা-সংস্কৃতি মেলে ধরবে, বাংলাদেশকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। এমন উদ্যোগ বাংলাদেশিদের জন্য অত্যন্ত গৌরবের।'  

সংবাদ সম্মেলনে শহীদ মিনার নির্মাণ প্রকল্পে আর্থিক সহযোগিতা করার জন্য ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হয়।   

Comments

The Daily Star  | English

Khaleda Zia returns home from London

Tarique's wife Zubaida Rahman and his late brother Arafat Rahman Koko's wife Syeda Sharmila Rahman accompanied her

50m ago