আবারও জেট ফুয়েলের দাম বাড়ায় বিপাকে দেশীয় বিমান সংস্থা

ফাইল ছবি

অভ্যন্তরীণ বাজারে জেট ফুয়েলের দাম ব্যাপকহারে বেড়ে যাওয়ায় দেশীয় এয়ারলাইন্সগুলোর মারাত্মক ক্ষতির সম্মখীন হওয়ার পাশাপাশি বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক বাজার হারানোর সম্ভাবনায় রয়েছে বলে জানিয়েছেন অ্যাভিয়েশন খাত সংশ্লিষ্টরা।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহযোগী প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড সম্প্রতি জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১৯ টাকা বাড়িয়েছে। যা গত ৯ জুলাই থেকে কার্যকর করা হয়েছে। ফলে এখন প্রতি লিটার জেট ফুয়েলের দাম দাঁড়িয়েছে ১৩০ টাকা।

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের কারণে বিপিসির ওপর চটেছেন অ্যাভিয়েশন খাতের সঙ্গে জড়িতরা। তাদের দাবি, আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের দাম কমেছে। এ অবস্থায় বিপিসির সিদ্ধান্তের পক্ষে কোনো যুক্তি থাকতে পারে না।

গত ২০ মাসে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড ১৬ বার জেট ফুয়েলের দাম বাড়িয়েছে। 

এর আগে বিপিসি জেট ফুয়েলের দাম ২ টাকা থেকে ৭ টাকা করে বাড়াতো। কিন্তু এবার এক লাফে প্রতি লিটারে ১৯ টাকা করে দাম বাড়ানো হয়েছে। যেটাকে নজিরবিহীন বলে আখ্যা দিয়েছে বিভিন্ন এয়ারলাইন্স সূত্র।

অ্যাভিয়েশন খাত সংশ্লিষ্ট একজন সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, জেট ফুয়েলের দাম বাড়ার কারণে বিমানযাত্রীদের অতিরিক্ত ভাড়া দিতে হবে। 

একটি এয়ারলাইন্সের পরিচালন ব্যয়ের ৪৬ শতাংশ ব্যয় হয় জেট ফুয়েলের জন্য। ২০২০ সালের ডিসেম্বরেও যেটার দাম ছিল প্রতি লিটার ৪৮ টাকা।   

দেশের বিভিন্ন এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, গত ২০ মাসে জেট ফুয়েলের দাম ১৭০ শতাংশ বেড়েছে।

 

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

19h ago