পাসওয়ার্ড শেয়ারে ফি বাড়বে নেটফ্লিক্সে

ছবি: দ্য ভার্জ

কয়েক মাস ধরে গ্রাহক সংখ্যা কমে যাওয়ায়, সমাধান খুঁজতে নানান ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে বিশ্বের অন্যতম শীর্ষ ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। সম্প্রতিকালে পাসওয়ার্ড শেয়ারিং প্রতিরোধে আর্জেন্টিনা, এল সালভাদর, গুয়েতেমালা, হন্ডুরাস ও ডোমিনিকান প্রজাতন্ত্রের মতো দেশগুলোতে একটি পরীক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, হন্ডুরাসে নেটফ্লিক্সের একটি সহায়ক পেজে জানানো হয়েছে, কোনো গ্রাহক যদি ২ সপ্তাহের বেশি সময় ধরে নিজের বাসার বাইরে কোনো টেলিভিশন বা টেলিভিশন-সংযুক্ত ডিভাইসে অ্যাকাউন্টটি ব্যবহার করে, তাহলে তাকে অতিরিক্ত ফি প্রদান করতে হবে।

নেটফ্লিক্স আরও জানিয়েছে, পরীক্ষাধীন এলাকায় প্রাথমিকভাবে গ্রাহক একাউন্টগুলোর একটি করে চিহ্নিত 'বাসস্থান' রয়েছে। সেখানে তারা যেকেনো ধরনের ডিভাইসে নেটফ্লিক্স ব্যবহার করতে পারবে। একইসঙ্গে ভ্রমণের সময় ল্যাপটপ কিংবা মোবাইল ডিভাইসেও অতিরিক্ত কোনো ব্যবস্থা গ্রহণ ছাড়া নেটফ্লিক্স ব্যবহার করতে পারবেন। 

তবে, আগামী ২২ আগস্টের পর কেউ যদি প্রাথমিক বাসস্থানের বাইরে কারও সঙ্গে নেটফ্লিক্স অ্যাকাউন্ট শেয়ার বা অন্য কোথাও সাইন-ইন করতে চায়, তাহলে অতিরিক্ত কিছু মাসিক ফি'র বিনিময়ে সেটা করা যাবে। 

এ ক্ষেত্রে নতুন বাসস্থানের ডিভাইসগুলো সীমিত সময়ের জন্য হলে (২ সপ্তাহ পর্যন্ত) বিনামূল্যেই ব্যবহার করা যাবে। এরপর সংযোগ ব্লক করা হবে। 

নেটফ্লিক্সের প্রোডাক্ট ইনোভেশন ডিরেক্টর চেঙ্গি লং এক বিবৃতিতে বলেছেন, 'এটি আমাদের জন্য খুবই আনন্দের যে, আমাদের গ্রাহকরা মুভি এবং টিভি শো-গুলো দেখতে এবং শেয়ার করতে পছন্দ করে। কিন্তু ব্যাপকহারে একাউন্ট শেয়ারিং আমাদের পরিষেবায় বিনিয়োগ এবং মান উন্নয়নের দীর্ঘমেয়াদী সুযোগ ব্যাহত করে।'

চলতি বছর মার্চের মাঝামাঝি সময়ে নেটফ্লিক্স ঘোষণা করে, তারা ব্যবহারকারীদের পাসওয়ার্ড শেয়ারের জন্য অতিরিক্ত চার্জ নেবে। এই ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য চার্জ বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়। নেটফ্লিক্স একইসঙ্গে বিজ্ঞাপন সাবস্ক্রিপশন সুযোগ রাখছে এবং বিজ্ঞাপনগুলো কার্যকরী করতে মাইক্রোসফটের অংশীদার হওয়ার কথাও জানায়। 

এ ছাড়া নেটফ্লিক্স গত এপ্রিলে জানায়, এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো তারা গ্রাহক হারিয়েছে।

 

গ্রন্থনা: তানজিনা আলম

 

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

1h ago