সাড়া ফেলেছে ‘লাপাতা লেডিস’

আমির খানের প্রোডাকশন হাউস এবং কিন্ডলিং প্রোডাকশন প্রযোজনা করেছে সিনেমাটি।  
‘লাপাতা লেডিস’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

কিরণ রাও পরিচালিত 'লাপাতা লেডিস' সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। 

মার্চে প্রেক্ষাগৃহে মুক্তির পর ২৬ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সিনেমাটি। 

নীতাংশি গোয়েল, প্রতিভা রত্না, স্পর্শ শ্রীবাস্তব, রবি কিষাণ অভিনীত সিনেমাটি ইতোমধ্যে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।

ট্রেনের মধ্যে পরিবার থেকে দুই কনের আলাদা হয়ে যাওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। স্ত্রীদের খুঁজে পেতে পুলিশের কাছে যান দুই স্বামী। প্রথমেই ছবি নিয়ে বিপাকে পড়ে যায় পুলিশও। 

একজনের ছবিই নেই, অন্যজনের মাথায় লম্বা ঘোমটা। তারপরও দুই নববধূর সন্ধানে নামে পুলিশ। 

অন্যদিকে সম্পূর্ণ আলাদা জগতে গিয়ে নিজেদের নতুন করে আবিষ্কার করেন গ্রামে বেড়ে ওঠা দুই কনে।

আমির খানের প্রোডাকশন হাউস এবং কিন্ডলিং প্রোডাকশন প্রযোজনা করেছে সিনেমাটি।  

Comments