উড়োজাহাজের দাম কমবে

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিবন্ধিত প্রতিষ্ঠানের উড়োজাহাজ আমদানির ক্ষেত্রে আগাম কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
স্টার অনলাইন গ্রাফিক্স

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিবন্ধিত প্রতিষ্ঠানের উড়োজাহাজ আমদানির ক্ষেত্রে আগাম কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে পরবর্তী অর্থবছরের বাজেট প্রস্তাবনায় তিনি এ কথা জানান।

এতে উড়োজাহাজের দাম কমে আসবে।

অর্থমন্ত্রী জানান, উড়োজাহাজে ব্যবহৃত নতুন নিউমেটিক টায়ার, রাবারের  কাস্টমস ডিউটি ৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে।

এছাড়া উড়োজাহাজ ও হেলিকপ্টার ইঞ্জিনে ব্যবহৃত স্পার্কিং প্লাগের  কাস্টমস ডিউটি ১০ শতাংশের পরিবর্তে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে।

Comments