ঋণের সুদ পরিশোধে সর্বোচ্চ বরাদ্দ

অর্থবছর ২০২২-২৩ এর প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে ঋণের সুদ পরিশোধে। অর্থ মন্ত্রণালয়ের ২০২২-২৩ অর্থবছরের বাজেটের সংক্ষিপ্তসারে এ তথ্য জানা যায়।

অর্থবছর ২০২২-২৩ এর প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে ঋণের সুদ পরিশোধে। অর্থ মন্ত্রণালয়ের ২০২২-২৩ অর্থবছরের বাজেটের সংক্ষিপ্তসারে এ তথ্য জানা যায়।

আজ বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাজেটে প্রস্তাবিত বরাদ্দের মধ্যে ঋণের সুদে বরাদ্দ রাখা হয়েছে ১৯ দশমিক ২ শতাংশ। এ ছাড়াও, শিক্ষা ও প্রযুক্তিতে ১২ দশমিক ৩ শতাংশ, প্রতিরক্ষায় ৭ দশমিক ৬ শতাংশ, জনশৃঙ্খলা ও নিরাপত্তায় ৬ দশমিক ৩ শতাংশ, পেনশনে ৭ দশমিক ৪ শতাংশ, জনপ্রশাসন ১০ দশমিক ৩ শতাংশ, পরিবহন ও যোগাযোগে ২ দশমিক ৪ শতাংশ, সামাজিক নিরাপত্তা ও কল্যাণে ৫ দশমিক ৮ শতাংশ, স্বাস্থ্যে ৪ দশমিক ৪ শতাংশ, কৃষিতে ২ দশমিক ৪ শতাংশ, ভর্তুকি ও প্রণোদনায় ১৭ দশমিক ১ শতাংশ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে ১ দশমিক ৭ শতাংশ, গৃহায়নে শূন্য দশমিক ৫ শতাংশ, বিনোদন, সংস্কৃতি ও ধর্ম খাতে শূন্য দশমিক ৬ শতাংশ, শিল্প ও অর্থনৈতিক সার্ভিসে শূন্য দশমিক ৩ শতাংশ এবং বিবিধ ব্যয় হিসেবে ১ দশমিক ৭ শতাংশ বরাদ্দ করা হয়েছে।

Comments