২৫০ সিসির বেশি মোটরসাইকেল আমদানিতে শুল্ক আরোপ

স্টার অনলাইন গ্রাফিক্স

আগামী ২০২২–২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে ২৫০ সিসির ঊর্ধ্বের আমদানিকৃত মোটরসাইকেলের ক্ষেত্রে সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর ফলে এ ধরনের মোটরসাইকেল কিনতে হলে বাড়তি অর্থ গুণতে হবে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী বলেন, 'দেশে ২৫০ সিসির ঊর্ধ্বের ইঞ্জিন ক্যাপাসিটি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল প্রস্তুত করার কারখানা গড়ে উঠেছে। পণ্যটি আমদানিতে বর্তমানে কোনো সম্পূরক শুল্ক আরোপিত নেই।'

'অপরদিকে ২৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানিতে ফোর স্ট্রোকের ক্ষেত্রে ৬০ শতাংশ ও টু স্ট্রোকের ক্ষেত্রে ২৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপিত রয়েছে। তাই ২৫০ সিসির ঊর্ধ্বের ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেল আমদানিতে ফোর স্ট্রোকের ক্ষেত্রে সম্পূরক শুল্ক ১০০ শতাংশ ও টু স্ট্রোকের ক্ষেত্রে ২৫০ শতাংশ আরোপ করার প্রস্তাব করছি', যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

CA terms trade deal with US ‘a decisive diplomatic victory’

"Our negotiators have demonstrated remarkable strategic skill,” said Yunus

58m ago