পাচারের অর্থ ফেরানোর সুযোগ পাচারকারীদের উৎসাহিত করবে: এফবিসিসিআই

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) জানিয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ দিলে সৎ ব্যবসায়ীদের নিরুৎসাহিত করা হবে। তাই এটা সমর্থনযোগ্য না। 

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) জানিয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ দিলে সৎ ব্যবসায়ীদের নিরুৎসাহিত করা হবে। তাই এটা সমর্থনযোগ্য না। 

আজ শনিবার রাজধানীতে এফবিসিসিআই মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিষয়ে এমন মন্তব্য করেন। 

এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, কালো টাকা সাদা করার সুযোগ দিলে মানুষ বিদেশে টাকা পাচারে উৎসাহিত হতে পারে।

তিনি আরও বলেন, করদাতারা যখন দেখবেন স্বাভাবিক উপায়ে ২৫ শতাংশ কর দেওয়ার পরিবর্তে বিদেশে পাচার করা অর্থ ফেরত এনে ৭ শতাংশ কর দিয়ে বৈধ করা যাবে তখন তারা এটাকে কর প্রদানের সবচেয়ে কার্যকর উপায় হিসেবে মনে করবেন। 

এ ছাড়া দেশের শীর্ষ বাণিজ্য সংগঠনটির পক্ষ থেকে ব্যবসাবান্ধব বেশ কিছু পদক্ষেপ গ্রহণের জন্য সরকারকে স্বাগত জানানো হলেও সরকারের বেশ কিছু পদক্ষেপের বিরোধীতাও করা হয়।

Comments