ভারতের কাছে দিরহামে তেলের দাম চাইছে রাশিয়া

ভারতীয় কয়েকজন ক্রেতাকে তেল বিক্রির দাম আরব আমিরাতের মুদ্রা দিরহামে পরিশোধ করতে বলেছে রাশিয়া।
রাশিয়ার একটি তেল পরিশোধনাগার। রয়টার্স ফাইল ফটো

ভারতীয় কয়েকজন ক্রেতাকে তেল বিক্রির দাম আরব আমিরাতের মুদ্রা দিরহামে পরিশোধ করতে বলেছে রাশিয়া।

সংশ্লিষ্ট সূত্র ও নথির বরাত দিয়ে সোমবার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব থেকে নিজেদের মুক্ত রাখতে আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের ব্যবহার থেকে সরে আসছে রাশিয়া। ভারতের কাছে তেলের মূল্য দিরহামে চাওয়া এরই একটি উদাহরণ।

রাশিয়ার তেল কোম্পানি রোশনেফট ভারতের এভারেস্ট এনার্জি এবং কোরাল এনার্জিসহ কয়েকটি প্রতিষ্ঠানের কাছে অপরিশোধিত তেল বিক্রি করছে।

তেল বিক্রির একটি চালান বিশ্লেষণ করে রয়টার্স জানায়, তেল সরবরাহের বিল ডলারে হিসাব করা হলেও, মূল্য পরিশোধের অনুরোধ করা হয় দিরহামে।

অন্তত দুটি ভারতীয় রিফাইনারি ইতোমধ্যে রাশিয়াকে দিরহামে কিছু অর্থ পরিশোধ করেছে বলে সূত্র জানিয়েছে।

আগামীতেও দিরহামে তেলের দাম পরিশোধ করা হবে বলে সূত্র নিশ্চিত করেছে।

পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অনেক তেল আমদানিকারক মস্কো থেকে দূরে থাকায়, স্পট মার্কেটে অপরিশোধিত তেলের দামে রাশিয়া রেকর্ড পরিমাণ ছাড় দিচ্ছে।

ভারতীয় শোধনাগারগুলো এই সুযোগ গ্রহণ করে বর্তমানে রাশিয়ান তেল কিনছে।

চীনের পরে ভারত এখন রাশিয়ার তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা।

ভারতে বর্তমানে সবচেয়ে বেশি তেল সরবরাহ করে ইরাক। দ্বিতীয় অবস্থানে থাকা সৌদি আরবকে পেছনে ফেলে জুন মাসে রাশিয়া টানা দ্বিতীয় মাসের মতো ভারতে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ তেল সরবরাহ করেছে।

Comments