ভারতে পেট্রোল-ডিজেলে রপ্তানি কর আরোপ

রয়টার্স ফাইল ফটো

পেট্রোল, ডিজেল এবং জেট ফুয়েলের (এটিএফ) ওপর রপ্তানি কর আরোপ করেছে ভারত।

ভারতের অর্থমন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে আমাদের নয়াদিল্লি সংবাদদাতা জানিয়েছেন, ১ জুলাই থেকে পেট্রোল ও এটিএফ রপ্তানির ওপর লিটার প্রতি ৬ রুপি এবং ডিজেল রপ্তানিতে প্রতি লিটারে ১৩ রুপি কর কার্যকর হবে।

এ ছাড়াও, ভারতে উৎপাদিত ক্রুড তেলের ওপর প্রতি টনে ২৩ হাজার ২৫০ টাকা কর ধার্য করা হয়েছে।

কর্মকর্তারা বলেছেন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং রোসনেফট-ভিত্তিক নায়ারা এনার্জির মতো প্রতিষ্ঠানগুলোকে দেশীয় সরবরাহের চেয়ে বিদেশী বাজারকে অগ্রাধিকার দেওয়া থেকে বিরত রাখতে এই রপ্তানি কর।

রাষ্ট্রীয় মালিকানাধীন অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশন (ওএনজিসি) এবং অয়েল ইন্ডিয়া লিমিটেড (ওআইএল) এবং বেসরকারি প্রতিষ্ঠান বেদান্ত লিমিটেডের কেয়ার্ন অয়েল অ্যান্ড গ্যাসের রেকর্ড আয় অনুসরণ করে ক্রুড ওপর এই শুল্ক আরোপ করা হয়। এ থেকে সরকার শুধু অভ্যন্তরীণভাবে উৎপাদিত প্রায় ৩০ মিলিয়ন টন ক্রুড তেলের ওপর বছরে ৭ হাজার কোটি রুপির বেশি আয় করবে।

সম্প্রতি, যুক্তরাজ্য উত্তর সাগরের তেল ও গ্যাস উৎপাদন থেকে লাভের ওপর ২৫ শতাংশ কর আরোপ করেছে। যেন তাদের সহায়তা প্যাকেজ তহবিলের ৬.৩ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা যায়।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

9h ago