ঈদের ছুটিতে তারকারা কে কোথায়

ঈদ মানেই আনন্দ আর ছুটি। ঈদের সময় অন্যদের মতো শোবিজ তারকারাও ছুটি কাটান, আপনজনদের নিয়ে ঈদ উদযাপন করেন।

ঈদের দিন এবং ঈদের ছুটিতে কোথায় থাকবেন, কীভাবে সময় কাটাবেন তা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন কয়েকজন তারকা।

সাদিয়া ইসলাম মৌ

সাদিয়া ইসলাম মৌ। ছবি: সংগৃহীত

'ঈদের ছুটিতে ঢাকায় থাকব। পরিবারের সবার সঙ্গে ঈদ করব। ঈদের আনন্দ ভাগ করে নেব সবাই মিলে। ঈদ মানেই তো বাড়তি আনন্দ। এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবখানে, সব মানুষের মাঝে। সবাই দিনটি হাসিখুশি হয়ে পালন করুক। সত্যি কথা বলতে, ঈদের সময় সন্তানদের হাসিমুখ দেখাটাই সবচেয়ে বড় বিষয়।'

নোবেল

নোবেল। ছবি: সংগৃহীত

'ঈদের দিন ঢাকায় থাকব। পরিবারের সবার সঙ্গে ঈদ করব। ঈদের ছুটিতে নস্টালজিক হয়ে পড়ি। খুব ছোটবেলার ঈদের কথা মনে পড়ে। আমার সন্তানদের ঈদের খুশি দেখি আর বেশি বেশি নস্টালজিক হই। ঈদ খুশির বার্তা নিয়ে আসে। আমি চাই ধনী-গরিব সবার মাঝে ঈদের খুশির বার্তা  ছড়িয়ে পড়ুক। ঈদের ছুটিতে ঢাকা বা তার আশপাশে পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর ইচ্ছে আছে।'

শাকিব খান

শাকিব খান। ছবি: স্টার

'প্রথমবারের মতো ঈদের ছুটিতে আমেরিকায় থাকছি। অবশ্যই আমার দেশকে  মিস করব। সেইসঙ্গে মা-বাবা ও আপনজনদের মিস করব। ঈদে প্রথমবার আমার কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না, এই বিষয়টিও আমাকে কষ্ট দিয়েছে। আশা করছি, আগামী ঈদগুলোতে মিস হবে না। আমেরিকায় ঈদ করলেও এখানকার প্রবাসী বাংলাদেশিদের আতিথেয়তা ও ভালোবাসায় আমি মুগ্ধ। দূর থেকে বাংলাদেশের সব মানুষের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা।'

জয়া আহসান

জয়া আহসান। ছবি: স্টার

'ভয়ংকর কোভিড কাটিয়ে প্রথম ঈদুল আজহায় ঢাকা শহরেই থাকব। মায়ের সঙ্গে প্রতিবার ঈদ করি। এবারও মায়ের সঙ্গেই ঈদ করব। সারাবছর কম-বেশি শুটিং থাকে। কিন্তু ঈদের সময় একটু ছুটি পাই। সেই ছুটির দিনগুলো মাকে দিতে চাই। মায়ের হাতে রান্না যেমন খাব, নিজেও কিছু রান্না করব আশা করছি। ধনী-গরিব মিলিয়েই সমাজ। সব মানুষ যেন ঈদের খুশির ভাগ পায়, এটাই আমার একান্ত চাওয়া।'

নিরব

নিরব। ছবি: সংগৃহীত

'ঈদের দিন ঢাকায় থাকব। ঢাকায় ঈদ করব। ঈদের পরের দিন রাজবাড়িতে যাব গ্রামের বাড়িতে। এই ঈদে মাকে সব চাইতে বেশি মিস করব। বাবাকেও মিস করব। মা-বাবা কেউ নেই। ঈদের ছুটিতে গিয়ে তাদের কবর জিয়ারত করব। তাদের জন্য প্রার্থনা করব। তারপরও জীবন থেমে থাকে না। জীবন নদীর মতোই বহমান। ঈদে সবচেয়ে ভালো সময় কাটাব সন্তানের সঙ্গে। সন্তানের মিষ্টিমুখ সব কষ্ট ভুলিয়ে দেবে।'

সজল

সজল। ছবি: সংগৃহীত

'ঈদের ছুটিতে ঢাকায় থাকব। মা-বাবার সঙ্গে ঈদ করব। ঈদের দিন নামাজ পড়ে কোরবানি নিয়ে সারাদিন ব্যস্ত থাকতে হয় প্রতি বছর। এ বছরও তাই করব। আমার দাদাবাড়ি পুরান ঢাকায়। প্রতি বছরই ঈদের ছুটিতে একটা দিন দাদাবাড়িতে কাটাই। এবারও মিস করব না। ঈদের ছুটিতে অনেক দূরে কোথাও না গেলেও পরিবারের সদস্যদের নিয়ে পদ্মা সেতু পাড়ি দেব। একটা সুন্দর স্মৃতি জীবনের ডায়েরিতে জমা থাকুক পদ্মা সেতু নিয়ে । ঈদের ছুটিতে মায়ের হাতের প্রিয় খাবার খাব।'

Comments

The Daily Star  | English

Not satisfied at all, Fakhrul says after meeting Yunus

"The chief adviser said he wants to hold the election between December and June"

3h ago