অনন্ত-বর্ষার সঙ্গে ‘দিন: দ্য ডে’ দেখবেন ১০০ ‘হুইল চেয়ার ক্রিকেটার’

অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন: দ্য ডে’ নানান কারণে আলোচনায় রয়েছে। এবার তাদের সিনেমাটি দেখবেন ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের ১০০ প্রতিবন্ধী, যারা হুইল চেয়ারের সাহায্যে চলাচল করেন।

অনন্ত জলিল ও বর্ষা অভিনীত 'দিন: দ্য ডে' নানান কারণে আলোচনায় রয়েছে। এবার তাদের সিনেমাটি দেখবেন ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের ১০০ প্রতিবন্ধী, যারা হুইল চেয়ারের সাহায্যে চলাচল করেন।

তাদের নিয়ে আগামী শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় যমুনা ব্লকবাস্টার সিনেমা হলে 'দিন: দ্য ডে' দেখবেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন অনন্ত জলিল।

তিনি বলেন, 'ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের ১০০ হুইল চেয়ার ক্রিকেটারকে নিয়ে আগামী শনিবার আমার ও বর্ষার সঙ্গে "দিন: দ্য ডে" দেখবেন। সিনেমাটি বিনামূল্যে দেখার ব্যবস্থা করা হয়েছে।'

'আমরা তাদেরকে সুন্দর সময় উপহার দেওয়ার চেষ্টা করবো,' যোগ করেন তিনি।

অনন্ত জলিল ও বর্ষা অভিনীত 'দিন: দ্য ডে' পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মোর্তেজা আতশজমজম।

Comments