যে কারণে অনন্ত জলিলের সিনেমার নাম ইংরেজিতে

অনন্ত জলিল-বর্ষা অভিনীত সিনেমা ‘দিন: দ্য ডে’। বলা হচ্ছে—এটি ঢাকাই সিনেমায় সবচেয়ে বেশি বাজেটের ছবি।
দিন দ্য ডে সিনেমার নায়ক অনন্ত জলিল। ছবি: অফিশিয়াল ফেসবুক পেজ থেকে নেওয়া
দিন দ্য ডে সিনেমার নায়ক অনন্ত জলিল। ছবি: অফিশিয়াল ফেসবুক পেজ থেকে নেওয়া

অনন্ত জলিল-বর্ষা অভিনীত সিনেমা 'দিন: দ্য ডে'। বলা হচ্ছে—এটি ঢাকাই সিনেমায় সবচেয়ে বেশি বাজেটের ছবি।

ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনায় মোর্তজা অতাশ জমজম পরিচালিত 'দিন: দ্য ডে'র বেশিরভাগ অংশের শুটিং হয়েছে ইরান, তুরস্ক ও আফগানিস্তানে।

অনন্ত জলিল অভিনীত সিনেমাটির নাম কেনো বাংলার পাশাপাশি ইংরেজি রাখা হয়েছে, সে প্রসঙ্গে তিনি বলেন, 'দিন তো একটি শব্দ। আমরা তো শুধু অর্ধেক বলতে পারি না। ইংরেজিতে নাম রাখার কারণ—বিভিন্ন দেশে সিনেমাটির সেন্সর হবে। অন্য ভাষার মানুষ কীভাবে বুঝবেন এই সিনেমার নামের অর্থ। বিশ্বব্যাপী পরিচিতি দিতেই সিনেমায় ইংরেজি নামের ব্যবহার করেছি।'

দিন দ্য ডে সিনেমার নায়ক অনন্ত জলিল। ছবি: অফিশিয়াল ফেসবুক পেজ থেকে নেওয়া
দিন দ্য ডে সিনেমার নায়ক অনন্ত জলিল। ছবি: অফিশিয়াল ফেসবুক পেজ থেকে নেওয়া

'সব সিনেমার নামে "দ্য" ব্যবহার করছি তেমন নয়,' উল্লেখ করে তিনি আরও বলেন, 'যখন আমার প্রথম সিনেমার নাম "খোঁজ" রাখি, এর ইংরেজি "দ্য সার্চ" দিই। যে ছবির নাম ইংরেজিতে সেখানে বাংলা নাম রাখিনি। যেমন: "মোস্ট ওয়েলকাম" ও "মোস্ট ওয়েলকাম টু"।'

'দ্য-এর ব্যবহার হলিউড ও বলিউডের অনেক সিনেমায় রাখা হয়,' যোগ করেন 'নিঃস্বার্থ ভালোবাসা'-খ্যাত অভিনেতা।

 

Comments