‘দিন: দ্য ডে’ দেখতে প্রথমবারের মতো সিনেমা হলে অনন্ত-বর্ষার ২ ছেলে

চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ১০০ কোটি টাকা বাজেটের ‘দিন: দ্য ডে’ সিনেমাটি সারাদেশে ঈদের দ্বিতীয় সপ্তাহে চলছে। 

চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ১০০ কোটি টাকা বাজেটের 'দিন: দ্য ডে' সিনেমাটি সারাদেশে ঈদের দ্বিতীয় সপ্তাহে চলছে। 

বাজেট ছাড়াও মুক্তির পর নানা কারণে আলোচনায় আছে সিনেমাটি। এই সিনেমা দেখতে প্রথমবারের মতো হলে যায় অনন্ত-বর্ষা জুটির দুই সন্তান আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল। এর আগে কখনো তারা সিনেমা দেখতে হলে যায়নি। সম্প্রতি ব্লকবাস্টার সিনেমাসে 'দিন: দ্য ডে' সিনেমাটি দেখেছে তারা।

অনন্ত জলিল দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিনেমাটা নিয়ে চারদিকে মানুষের আলোচনা আমাকে উৎসাহিত করছে। তবে সবচেয়ে ভালো লেগেছে আমার দুই সন্তান প্রথমবারের মতো তাদের বাবা-মা অভিনীত 'দিন: দ্য ড' সিনেমাটি হলে গিয়ে আমাদের সঙ্গে দেখেছে।'

'দিন: দ্য ডে' সিনেমায় অনন্ত জলিল আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন।

বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে।

Comments

The Daily Star  | English

Accolade for business icons

A garment business tycoon, an owner of a local conglomerate, a celebrated local steel giant, a well-known bank and a woman entrepreneur were felicitated at the 22nd Bangladesh Business Awards (BBA) for their outstanding efforts and landmark achievements in their respective business fields. 

10h ago