কেকে’র প্রথম ও শেষ গানের স্মৃতিচারণে গুলজার

গত ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে সঙ্গীত পরিবেশন করতে যেয়ে কোটি ভক্তকে শোকে ভাসিয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েন বলিউডের শ্রোতাপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ বা কেকে। তারপর কেটে গেছে ৭টি দিন। গায়কের মৃত্যুর ঠিক এক সপ্তাহ পর সামনে এলো তার রেকর্ড করা শেষ গানটি।
সৃজিত মুখার্জি , গুলজার ও কেকে। ছবি: সংগৃহীত
সৃজিত মুখার্জি , গুলজার ও কেকে। ছবি: সংগৃহীত

গত ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে সঙ্গীত পরিবেশন করতে যেয়ে কোটি ভক্তকে শোকে ভাসিয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েন বলিউডের শ্রোতাপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ বা কেকে। তারপর কেটে গেছে ৭টি দিন। গায়কের মৃত্যুর ঠিক এক সপ্তাহ পর সামনে এলো তার রেকর্ড করা শেষ গানটি।

গতকাল সোমবার মুক্তি পায় সৃজিত মুখার্জি পরিচালিত 'শেরদিল' সিনেমায় কেকে'র গাওয়া 'ধুপ পানি বহেনে দে'। গানটি লিখেছেন গুলজার এবং সুর দিয়েছেন শান্তনু মৈত্র।

গতকাল ভারতের সংবাদমাধ্যম বোম্বে টাইমস তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গুলজার বলেন 'কেকের এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নেওয়া যায় না। আমার কাছে কোনও ভাষা নেই। শুধু এটুকু বলতে পারি, কেকে তুমি ফিরে এসো। যতদিন না তুমি আসবে, আমরা তোমার গান বার বার শুনবো। তার সঙ্গে পরিচয় সেই 'মাচিস' সিনেমার 'ছোড় আয়ে হাম ও গালিয়া' গানটির সময় থেকেই। তখনই বুঝতে পারি, অপূর্ব  প্রতিভাবান একজন মানুষ তিনি। কেকের কণ্ঠে অদ্ভুত এক স্বস্তি রয়েছে। যা কিনা সোজা হৃদয়ে গিয়ে আঘাত করে।'

 

Comments