৪০০ কোটি রুপির ঘরে কমল হাসানের ‘বিক্রম’

কমল হাসান। ছবি: সংগৃহীত

দক্ষিণের সুপারস্টার কমল হাসান অভিনীত 'বিক্রম' সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। গত ১ মাসে সিনেমাটি বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপির বেশি আয় করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, অক্ষয় কুমার অভিনীত 'পৃথ্বীরাজ'-এর সঙ্গে মুক্তি পায় কমলের 'বিক্রম'। তবে, বক্স অফিস এগিয়ে আছে 'বিক্রম'। ৬ দশকের ফিল্মি কেরিয়ারে এটাই তার সবচেয়ে সফল সিনেমা।

'বিক্রম' সিনেমার আয় নিয়ে কমল হাসান বলেন, আমি যখন বলেছিলাম- আমি একাই ৪০০ কোটির ব্যবসা করব, তখন কেউ বোঝেনি। সবাই ভেবেছিল, আমি হয়তো বাড়িয়ে বলছি। কিন্তু আমার সিনেমার বক্স অফিস কালেকশন সেটা প্রমাণ করে দিল। এই টাকা দিয়ে আমি আমার সব ধার-দেনা পরিশোধ করব। পরিবার, বন্ধুবান্ধবদের ইচ্ছে মতো উপহার দেব।

Comments

The Daily Star  | English

Soft-spoken Prevost is first pope from the United States

The new Leo XIV, a Chicago native, was entrusted by his predecessor Francis

18m ago