বিয়ে নিয়ে যা বললেন শ্রুতি হাসান

শ্রুতি হাসান। ছবি: সংগৃহীত

দক্ষিণের দর্শকপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান বরাবরাই নিজের ফ্যাশন এবং জীবনযাপন নিয়ে আলোচনায় থাকেন। তিনি কখনোই সত্য বলতে পিছুপা হন না এবং নিজেকে নিয়ে স্পষ্ট কথা বলতে পছন্দ করেন।

শ্রুতি হাসান। ছবি: সংগৃহীত

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, 'আমি কিছুই জানি না। আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। আপাতত এসব নিয়ে ভাবছিও না।'

শ্রুতি হাসান। ছবি: সংগৃহীত

সম্প্রতি রণবীর-আলিয়া প্রথম সন্তানের ঘোষণা দিয়েছেন। সেখানে এই দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন শ্রুত হাসান। তারপর থেকেই শ্রুতির বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়।

টাইমস অব ইন্ডিয়া বলছে, 'সালার' অভিনেত্রী শ্রুতি হাসান বর্তমানে শান্তনু হাজারিকার সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন।

শ্রুতি হাসান। ছবি: সংগৃহীত

শ্রুতি হাসান বর্তমানে প্রভাসের সঙ্গে 'সালার'-এর শুটিং করছেন।

Comments

The Daily Star  | English
BNP leaders in meeting with CA for election roadmap

BNP leaders in meeting with CA for election roadmap

BNP to submit a written statement urging the announcement of an election roadmap

1h ago