হাউজফুলে খুশি হল মালিকরা

গত এক দশক মধ্যে ঢাকাই সিনেমার ইতিহাসে প্রেক্ষাগৃহে এমন ভিড় খুব কমই দেখা গেছে। সম্প্রতি মুক্তি পাওয়া হাওয়া সিনেমাটি প্রতিদিন হাউজফুল যাচ্ছে। এতে চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্ট ও হল মালিকরা দারুণ খুশি।
ছবি: সংগৃহীত

গত এক দশক মধ্যে ঢাকাই সিনেমার ইতিহাসে প্রেক্ষাগৃহে এমন ভিড় খুব কমই দেখা গেছে। সম্প্রতি মুক্তি পাওয়া হাওয়া সিনেমাটি প্রতিদিন হাউজফুল যাচ্ছে। এতে চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্ট ও হল মালিকরা দারুণ খুশি।

নারায়ণগঞ্জ শহরের সিনেস্কোপে মুক্তির প্রথম দিন থেকেই হাউজফুল যাচ্ছে সিনেমাটি। প্রতিদিন এখানে ৪ টি শো চলছে। সিনেস্কোপের নির্বাহী পরিচালক রবি দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখন পর্যন্ত আমাদের হলে হাওয়া হাউজফুল যাচ্ছে। পরাণ সিনেমাটিও এখানে ভালো সাড়া ফেলেছিল। এখন হাওয়া দারুণ সাড়া ফেলছে। এভাবে হাউজফুল হলে আমরা ভালো মতো সিনেমা দেখাতে পারব।'

তিনি আরও বলেন, 'আমরা দ্বিতীয় সপ্তাহের টিকিট বিক্রি শুরু করেছি। এটাও বহু বছরের রেকর্ড। যা দূর অতীতে ছিল।'

রাজধানীর শ্যামলী সিনেপ্লেক্সে প্রতিদিন ৪টি করে শো চলছে। মুক্তির প্রথম দিন থেকেই হাওয়া হাউজফুল যাচ্ছে। এই সিনেপ্লেক্সের ম্যানেজার হাসান বলেন, 'প্রথম দুই দিন প্রতিটি শো হাউজফুল গেছে। আজ সকালের ও দ্বিতীয় শো হাউজফুল যাচ্ছে। পরের দুটি শোর টিকিট বিক্রি হয়েছে। আশা করছি হাউজফুল যাবে।'

সিরাজগঞ্জ রুটস সিনেক্লাবে ১ আগস্ট পর্যন্ত হাওয়া সিনেমার টিকিট বিক্রি শেষ। এখানে প্রতিদিন ৪টি শো দেখানো হচ্ছে। রুটস সিনেক্লাবের পরিচালক আতিক বলেন, 'হাউজফুল শব্দটি শুনলেই মনটা ভরে যায়। প্রতিদিন হাউজফুল যাচ্ছে হাওয়া। আমি মনে করি হল মালিকদের জন্য এটি আনন্দের ঘটনা। হল মালিকরা খুবই খুশি হাউজফুলের কারণে।'

চট্টগ্রাম সিলভার স্ক্রিনে প্রতিদিন ৪টি শো দেখানে হচ্ছে হাওয়া সিনেমার। আগামী সপ্তাহে থেকে প্রতিদিন এই সিনেমার ৫টি শো দেখানে হবে। চট্টগ্রাম সিলভার স্ক্রিনের কর্ণধার ফারুক বলেন, 'প্রতিদিন ৪টি শোতে আমরা খুব সাড়া পাচ্ছি দর্শকদের কাছ থেকে। সবকটি শোতে হাউজফুল যাচ্ছে। সেজন্য দ্বিতীয় সপ্তাহ থেকে প্রতিদিন ৫ টি করে শো চালাব। এটি অবশ্য দর্শকদের আগ্রহের কথা বিবেচনা করে।'

সিলেট সিনেপ্লেক্সে প্রতিদিন দুটি করে শো চলছে। এই হলের ম্যানেজার আজাদ ডেইলি স্টারকে বলেন, 'প্রতিদিন

দুটি শোতে হাউজফুল হচ্ছে। দর্শকরা টিকিট না পেয়ে ফিরেও যাচ্ছেন। আশা করছি টানা দুই সপ্তাহ বা তারও বেশি দিন এভাবে সাড়া পাব।'

হাওয়ার হাউজফুলের ঢেউ লেগেছে বগুড়া মধুবনেও। মধুবন সিনেপ্লেক্সের কর্ণধার আর এম ইউনুস রুবেল বলেন, 'হাওয়া দিয়ে মধুবনে হাউজফুল যাচ্ছে। আমার হলে হাওয়া রেকর্ড গড়েছে।'

ঢাকার সিনেপ্লেক্সগুলোতেও হাওয়া সিনেমা হাউজফুল যাচ্ছে। ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, 'হাওয়া আমার হলে হাউজফুল যাচ্ছে। অনেকদিন পর সিনেমা হল মালিকদের জন্য এটি একটি ভালো খবর।'

মেজবাউর রহমান সুমন পরিচালিত হাওয়া সিনেমা প্রতিদিন হাউজফুল যাচ্ছে- এমন খবরে দারুণ খুশি অভিনেতা চঞ্চল চৌধুরী। এই সিনেমায় তিনি চাঁন মাঝির চরিত্রে অভিনয় করেছেন।

চঞ্চল বলেন, 'হাওয়া সিনেমার হাওয়া সারাদেশে লেগেছে। এই ধারা অব্যাহত থাকুক, তাহলেই বাংলাদেশের সিনেমার সুদিন ফিরবে।'

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

45m ago