ওজন নিয়ে কারসাজির জরিমানা দ্বিগুণ হচ্ছে

ওজনে কম দিয়ে প্রতারণা করলে দুই বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার বিধান রেখে আজ নতুন একটি আইনের খসড়া অনুমোদন করছে মন্ত্রিসভা।
সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিআইডি ফাইল ছবি

ওজনে কম দিয়ে প্রতারণা করলে দুই বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার বিধান রেখে আজ নতুন একটি আইনের খসড়া অনুমোদন করছে মন্ত্রিসভা।

সচিবালয়ে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, প্রস্তাবিত ট্যান্ডার্ডস ওজন ও পরিমাপ আইন-২০১৭ এ জরিমানার পরিমাণ দ্বিগুণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে আইনের খসড়াটি অনুমোদন দেওয়া হয়। বর্তমান আইনে ওজন নিয়ে প্রতারণায় দুই বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

Click here to read the English version of this news

Comments