তাঁর পদধ্বনি এখন সর্বকালের

কবি সৈয়দ হক আর নেই

‘জাগো বাহে কোনঠে সবায়!’-- এই শিহরণজাগানিয়া অমর আহ্বানের স্রষ্টা সৈয়দ শামসুল হক ইন্তেকাল করেছেন | মৃত্যুকালে সব্যসাচী এই সাহিত্যিকের বয়স হয়েছিল ৮১ বছর |
সৈয়দ শামসুল হক
সৈয়দ শামসুল হক

‘জাগো বাহে কোনঠে সবায়!’-- এই শিহরণজাগানিয়া অমর আহ্বানের স্রষ্টা সৈয়দ শামসুল হক ইন্তেকাল করেছেন | মৃত্যুকালে সব্যসাচী এই সাহিত্যিকের বয়স হয়েছিল ৮১ বছর |

"আজ বিকাল ৫:৩৬ মিনিটে তিনি শেষ নিঃশাস ত্যাগ করেন, " সাজ্জাদুর রহমান শুভ, ইউনাইটেড হসপিটালের মার্কেটিং অফিসার, দ্য ডেইলিস্টারকে জানান |

তিনি ইউনাইটেড হসপিটালে অনকোলজি বিভাগে ডাক্তার অসীম কুমারের অধীনে পহেলা সেপ্টেম্বর হতে চিকিৎসাধীন ছিলেন |

সৈয়দ শামসুল হক, যিনি কবি হক নামেও পরিচিত একজন বিশিষ্ট গল্পকার এবং বিখ্যাত কবি ছিলেন |

তাঁর অমর সৃষ্টির মধ্যে নাটক নুরুলদীনের সারাজীবন এবং পায়ের আওয়াজ পাওয়া যায়, ছোট গল্প রক্ত গল্প, কবিতা এক আশ্চর্য সঙ্গমের স্মৃতি, এবং উপন্যাস রাজার সুন্দরী উল্লেখযোগ্য |

Comments

The Daily Star  | English
quota reform movement,

Govt publishes preliminary list of those killed in July-August protests

The interim government today published a preliminary list of 726 people who died during the student-led mass protests in July and August.

47m ago