খালেদার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা চলবে

BNP Chairperson Begum Khaleda Zia
ফাইল ফটো

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার বিচার কার্যক্রম পুনরায় শুরু করার অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্ট। এর ফলে সংশ্লিষ্ট নিম্ন আদালতে মামলাটির কার্যক্রম এগিয়ে নিতে কোন বাধা থাকলো না।

আজ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ নাইকো দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া বিচার কার্যক্রম স্থগিতের আদেশ বাতিল করেন।

খালেদা জিয়ার আবেদনের প্রেক্ষিতে গত ৭ মার্চ হাইকোর্ট দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এই মামলার বিচার কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেন।

২০০৭ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে সরকারে থাকাকালে খালেদা জিয়াসহ বেশ কয়েকজন ক্ষমতা অপব্যবহার করে কানাডার কোম্পানিটিকে অবৈধভাবে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সুবিধা সুবিধা পাইয়ে দেয়।

তৎকালীন আইনমন্ত্রী মওদুদ আহমেদ, জ্বালানী প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত জ্বালানি সচিব খন্দকার শহীদুল ইসলাম, নাইকো রিসোর্সেস বাংলাদেশ লিমিটেড এর ভাইস প্রেসিডেন্ট (দক্ষিণ এশিয়া) খন্দকার শহীদুল ইসলামকেও এই মামলায় আসামী করা হয়।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

July killings: Court orders exhumation of 114 bodies for identification

A Dhaka court today ordered the authorities concerned to exhume 114 bodies of individuals killed during the July uprising in order to identify them

48m ago