জাফর ইকবাল ও তার স্ত্রীকে প্রাণনাশের হুমকি

বিশিষ্ট সাহিত্যিক এবং সিলেট শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জাফর ইকবাল এবং তার স্ত্রী ডক্টর ইয়েসমীন হককে অপরিচিত নম্বর থেকে আলাদা দুটি খুদে বার্তার মাধ্যমে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে | হুমকিদাতা নিজেকে আনসারুল্লাহ বাংলা টিমের একজন বলে দাবি করেছে|
অধ্যাপক ডক্টর জাফর ইকবাল এবং তার স্ত্রী ডক্টর ইয়েসমীন হক
অধ্যাপক ডক্টর জাফর ইকবাল এবং তার স্ত্রী ডক্টর ইয়েসমীন হক

বিশিষ্ট সাহিত্যিক এবং সিলেট শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জাফর ইকবাল এবং তার স্ত্রী ডক্টর ইয়েসমীন হককে অপরিচিত নম্বর থেকে আলাদা দুটি খুদে বার্তার মাধ্যমে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে | হুমকিদাতা নিজেকে আনসারুল্লাহ বাংলা টিমের একজন বলে দাবি করেছে|

গত বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া বারোটার দিকে এই খুদে বার্তাগুলো পাঠানো হয়েছে | এই ব্যাপারে গতকাল জালালাবাদ থানায় জিডি করা হয়েছে, আমাদের সিলেট সংবাদদাতা জানায় |

প্রথমে খুদে বার্তাটি ইয়েসমিন হক পান যেখানে লেখা ছিল "আমাদের নতুন শীর্ষ তালিকায় স্বাগতম | যেকোনো সময় আপনার নিশ্বাস বন্ধ হয়ে যেতে পারে | - এবিটি"

তার কিছুক্ষন পরেই ডক্টর জাফর ইকবাল একটি খুদে বার্তা পান যেখানে প্রায় একই ভাবে থাকে প্রাণনাশের হুমকি দেয়া হয় |

এর আগে এই একই নম্বর থেকে জাফর ইকবাল আর ইয়েসমিন হক সহ অনু মোহাম্মদ এবং সাহিত্যিক মইনুল ইসলাম সাবেরকেও প্রাণনাশের হুমকি দেয়া হয় |

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

2h ago