ঝালকাঠিতে ‘জমি দখল’ করতে যাওয়া ছাত্রলীগ নেতা গ্রেফতার

ছাত্রলীগ নেতার হামলায় আহত ৭ জনের বেশিরভাগই নারী
স্থানীয় ছাত্রলীগ নেতার নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল বাড়িটিতে হামলা চালিয়ে সাত জনকে আহত করেছে। ছবি: স্টার

ঝালকাঠির রাজপুর উপজেলায় ‘জমি দখল’ করতে যাওয়া এক ছাত্রলীগ নেতাসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ভোর ৪টার দিকে ওই ছাত্রলীগ নেতার নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল দখল নিতে যাওয়া বাড়িতে হামলা চালিয়ে সাত জনকে আহত করেছে। আহতদের বেশিরভাগই নারী।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের ঝালকাঠি প্রতিনিধি জানান, হামলায় যুক্ত থাকায় বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি আহসান হাবিব রুবেল, তার মা ও তার অপর দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, চাঁদা দাবি, জমি দখল ও নারী নির্যাতনের অভিযোগে ভুক্তভোগী পরিবারটি মামলার প্রস্তুতি নিচ্ছে।

রাজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুল গিয়াস বলেন, ওই ছাত্রলীগ নেতার বাবার বিরুদ্ধে আগেও জমি দখলের বেশ কিছু মামলা হয়েছে।

আহত সাত জনের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। ওসি জানান, আহতদের রাজপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার সময় তাদের পেটানো ও ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে।

কলেজ রোডের ওই বাড়ির মালিক ও হামলার শিকার ভুক্তভোগী সাহেরা বেগম জানান, রুবেলের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল ভোর ৪টার দিকে বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ভাংচুর ও মূল্যবান জিনিসপত্র লুট করেছে।

সাহেরার স্বামী পেশায় একজন ব্যবসায়ী। তিনি ঢাকায় থাকেন। তিন সন্তানের মা সাহেরা অভিযোগ করে বলেন, বাড়িতে থাকতে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন রুবেল। বাড়ির বৈধ মালিক হওয়ায় তারা রুবেলকে কোন চাঁদা দেননি।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
Domestic violence killing women in Bangladesh

Domestic violence in Bangladesh: When numbers speak of the silence

When we are informed that 133 women have been killed by their husbands in seven months, it is no longer just a number.

9h ago