রোহিঙ্গা সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চাইবে বাংলাদেশ
রোহিঙ্গা সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চাইবে বাংলাদেশ। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আজ বলেন, সহায়তা চাওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখা হাসিনা এই সিদ্ধান্ত নিয়েছেন।
বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী ক্রিস্টালিনা জর্জিয়েভা ও দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সনের সাথে বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের একথা জানান। বুধবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভার প্রথম দিনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
মুহিত বলেন, বিশ্বব্যাংকের কাছে এখন আনুষ্ঠানিকভাবে চিঠি দিবে বাংলাদেশ।
এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে মুহিত বলেন, “সুনির্দিষ্ট পরিমাণ অর্থের কথা না বলেই সর্বোচ্চ সহায়তা চাওয়া হয়েছে।” ছাড় করা অর্থের অর্ধেক হবে অনুদান ও বাকি অর্ধেক সহজ শর্তে ঋণ।
রোহিঙ্গা সংকট মোকাবিলায় আগেও বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। গত ১১ অক্টোবর বিবৃতি দিয়ে রোহিঙ্গা ইস্যুতে বিশ্বব্যাংক তার অবস্থান পরিষ্কার করে। বিবৃতিতে বলা হয় রোহিঙ্গাদের জন্য স্বাস্থ্য, শিক্ষা, পানি, স্যানিটেশন ও সড়ক উন্নয়নে বাংলাদেশকে সহায়তা করা হবে।
Comments