শাকিব নিষিদ্ধ, রনির সদস্যপদ বাতিল

সুপারস্টার শাকিব খানকে চলচ্চিত্র থেকে অনির্দিষ্টকালের জন্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নির্মিতব্য “রংবাজ” চলচ্চিত্রে শাকিবকে প্রধান চরিত্রে অভিনয় করানোর জন্যে পরিচালক শামীম আহমেদ রনির সদস্যপদ বাতিল করেছে চলচ্চিত্র পরিচালক সমিতি।
শনিবার বিকেলে বিএফডিসিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থা, চলচ্চিত্র ফাইট ডাইরেক্টর অ্যাসোসিয়েশন ও ফিল্ম এডিটর গিল্ড-এর কর্মকর্তা ও সদস্যরা।
লিখিত বক্তব্যে বদিউল আলম খোকন বলেন, এখন থেকে অনির্দিষ্টকালের জন্য কেউ শাকিব খানের সঙ্গে শুটিং ও ডাবিং করবেন না।
একই সঙ্গে, “রংবাজ” ছবিটির জন্যে শাকিব খানকে নিয়ে বর্তমানে পাবনায় শুটিং করার কারণে ছবিটির পরিচালক শামীম আহমেদ রনির পরিচালক সমিতির সদস্যপদ বাতিল করে দেওয়া হয়েছে। এমনকি, তাঁকে আগামী সাতদিনের মধ্যে তাঁর বিএফডিসির গেট পাস জমা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কয়েকটি পত্রিকায় শাকিব খান পরিচালক ও শিল্পীদের “বেকার” বলায় পরিচালক সমিতি তাঁকে উকিল নোটিশ পাঠায়। কৈফিয়ত না দেওয়া পর্যন্ত তাঁকে শুটিং বন্ধ রাখার আহ্বান জানায়। ২৪ এপ্রিলের নোটিশটিতে শাকিবকে নিয়ে ছবি নির্মাণ না করতে পরিচালকদের প্রতিও অনুরোধ জানায় সমিতি।
আরও পড়ুন:
Comments