হাজারীবাগে ট্যানারি বন্ধ করার নির্দেশ সুপ্রিম কোর্টে বহাল
ঢাকার হাজারীবাগে থাকা সব ট্যানারি অবিলম্বে বন্ধ করে দিতে হাইকোর্টের আদেশ আজ বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। গত ৬ মার্চ ট্যানারি বন্ধের পাশাপাশি তাদের গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করে দিতে সরকারের পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেন হাইকোর্ট।
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান দ্য ডেইলি স্টারের সাথে কথা বলার সময় জানান, আপিল বিভাগে হাইকোর্টের আদেশ বহাল থাকায় পরিবেশ অধিদপ্তরকে অবশ্যই হাজারীবাগের ট্যানারিগুলো বন্ধ ও তাদের ইউটিলিটি সংযোগ বিচ্ছিন্ন করতে হবে।
হাজারীবাগে এখনও চালু থাকা ট্যানারিগুলো বন্ধ করতে হাইকোর্টের নির্দেশের তিন দিন পর বৃহস্পতিবার বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যারার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এই আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে আপিল করেন। আজ প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এই আপিল খারিজ করেন।
বেলার রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ২০০৯ সালের জুন মাসে ট্যানারি হাজারীবাগ থেকে সাভারে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এর জন্য ২০১১ সালের এপ্রিল পর্যন্ত সময় দেন আদালত।
গত বছর ডিসেম্বরে শিল্প সচিব হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশ ও ট্যানারি বন্ধ করার সময়সীমা বেঁধে দিয়ে নোটিশ জারি করেন। কিন্তু হাইকোর্টের অনুমতি ছাড়া শিল্প সচিব ট্যানারি স্থানান্তরের সময়সীমা বৃদ্ধি করতে পারেন না উল্লেখ করে ৩ জানুয়ারি আদালতের কাছে আবেদন করে বেলা।
আবেদনের শুনানি শেষে অবিলম্বে হাজারীবাগের ট্যানারি ও তাদের ইউটিলিটি সার্ভিস বন্ধ করতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে আদালত নির্দেশ দেন হাইকোর্ট।
Comments