উত্তর কোরিয়ায় ২৪ ঘণ্টায় সংক্রমণ ৯৬ হাজার

উত্তর কোরিয়ায় পর পর তৃতীয় দিনের মতো করোনার সংক্রমণ এক লাখের নিচে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)।
ছবি: কেসিএনএ

উত্তর কোরিয়ায় পর পর তৃতীয় দিনের মতো করোনার সংক্রমণ এক লাখের নিচে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)।

আজ বৃহস্পতিবার কেসিএনএ'র বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম দ্য কোরিয়া হেরাল্ড এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় উত্তর কোরিয়ায় সংক্রমণের সংখ্যা ৯৬ হাজারের বেশি। তবে পর পর তৃতীয় দিনের মতো এই সংখ্যা এক লাখের নিচে রয়েছে।

উত্তর কোরিয়ার মহামারি প্রতিরোধ সদরদপ্তরের বরাত দিয়ে কেসিএনএ'র প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৬ হাজার ৬১০ জনের জ্বর পাওয়া গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এমনকি, গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়েছে কিনা সে বিষয়েও প্রতিবেদনে কিছু বলা হয়নি।

প্রতিবেদন মতে, গত এপ্রিলের শেষের দিকে উত্তর কোরিয়ায় প্রথম করোনা শনাক্তের সংবাদ প্রকাশিত হওয়ার পর দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ৮৩ হাজার। তাদের মধ্যে ৩০ লাখ ৬৬ হাজার জন সুস্থ হয়েছেন।

Comments