রাজাপাকসে ও তার ছেলের শ্রীলঙ্কা ত্যাগে নিষেধাজ্ঞা

সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর সহিংস হামলার ঘটনায় শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, তার ছেলে নামাল ও তাদের ১৫ মিত্রের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন কলম্বোর আদালত।
শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। রয়টার্স ফাইল ছবি

সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর সহিংস হামলার ঘটনায় শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, তার ছেলে নামাল ও  তাদের ১৫ মিত্রের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন কলম্বোর আদালত।

আজ বৃহস্পতিবার এ আদেশ জারি করা হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এ ছাড়া, বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গত সোমবারের ওই ঘটনায় ৯ জন নিহত হয়েছেন।

আদালতের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, আদালতে রাজাপাকসে ও তার সহযোগীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও চাওয়া হয়েছিল। তবে যে কোনো সন্দেহভাজনকে আটক করার ক্ষমতাই পুলিশের আছে উল্লেখ করে এ আবেদন নাকচ করে দেন ম্যাজিস্ট্রেট।

সোমবারের সহিংসতার শিকার ব্যক্তিরা বলছেন, রাজাপাকসে এবং তার মূল সহযোগীরা নিজেদের প্রায় ৩ হাজার সমর্থককে বাসে করে রাজধানীতে নিয়ে গিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা করতে প্ররোচিত করেছিলেন।

এ ছাড়া, তার অনুসারীরা তার বাসভবন থেকে বেরিয়ে এসে লাঠি নিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা চালান।

হামলার পর অন্তত ২২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। 

Comments