রাজস্থানে মিগ-২১ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

ভারতের রাজস্থানে বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর ২ আসনের মিগ-২১ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রশিক্ষণরত ২ পাইলট নিহত হয়েছেন।
রাজস্থানে বিধ্বস্ত মিগ-২১ প্রশিক্ষণ বিমানের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থানে বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর ২ আসনের মিগ-২১ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রশিক্ষণরত ২ পাইলট নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, 'পাইলটদের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমরা শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি।'

ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে।

সংবাদমাধ্যম এএনআইয়ের ভিডিওতে দেখা যায়, মিগ ২১ এর ধ্বংসাবশেষ প্রায় আধা কিলোমিটার এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনাস্থলে আগুন জ্বলতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছে, নিহত পাইলটদের একজনের দেহ পুড়ে গেছে।

Comments