হামলার জবাব দিতে পরমাণু অস্ত্রভাণ্ডার প্রস্তুত: কিম

যে কোনো ধরনের মার্কিন হামলার জবাব দিতে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ভাণ্ডার প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন।
কিম জং উন
কোরিয়া যুদ্ধ বন্ধের ৬৯তম বার্ষিকী উপলক্ষে বক্তব্য দিচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ছবি: রয়টার্স

যে কোনো ধরনের মার্কিন হামলার জবাব দিতে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ভাণ্ডার প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন।

আজ বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ'র বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কোরিয়া যুদ্ধ বন্ধের ৬৯তম বার্ষিকী উপলক্ষে গতকাল কিম প্রথমবারের মতো প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্টের সমালোচনাও করেছেন।

পাশাপাশি, 'যুদ্ধের দিকে ঠেলে দেওয়া'র প্রচেষ্টার বিরুদ্ধে তিনি সিউলকে সতর্ক করেন।

কিম বলেন, 'যেকোনো সংকট মোকাবিলায় আমাদের সশস্ত্র বাহিনী পুরোমাত্রায় প্রস্তুত আছে। আমাদের পরমাণু অস্ত্র ভাণ্ডারও পুরোপুরি প্রস্তুত।'

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সিউল ও ওয়াশিংটনের কর্মকর্তারা বলেছেন, ২০১৭ সালের পর পিয়ংইয়ং পরমাণু পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে। এরপর, কিম এমন বক্তব্য দিলেন।

এতে আরও বলা হয়, গতকাল দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, উত্তর কোরিয়া নতুন করে কোনো পরীক্ষা চালালে কঠোরতম নিষেধাজ্ঞার মধ্যে পড়বে।

Comments