আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম: সাবেক ইউএনওসহ ৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক কার্যালয়ে আজ বুধবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

আশ্রয়ণ প্রকল্প নির্মাণে অনিয়ম ও গাফিলতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সাবেক ইউএনও রুমানা আক্তারসহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম এ তথ্য জানান।

জেলা প্রশাসক সংবাদ সম্মেলনে বলেন, বিভাগীয় মামলায় আখাউড়া উপজেলা থেকে সদ্য বিদায় নেওয়া ইউএনও রোমানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম এবং বর্তমান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস কুমার চক্রবর্তীকে অভিযুক্ত করা হয়েছে। তবে প্রকৌশলীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো নেওয়া হয়নি।

মামলায় অভিযুক্তদের মধ্যে ইউএনও রুমানা আক্তার ও সহকারী কমিশনার সাইফুল ইসলাম রাঙামাটি জেলায় কর্মরত। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর তাদের বদলি করা হয়।

প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে বুধবার এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আশ্রয়ণ প্রকল্প নিয়ে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। যখন যেখানে অনিয়মের খবর পাওয়া যাবে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশ্রাফ আহমেদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমাসহ অন্যান্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক শাহগীর আলম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার সাতটি উপজেলার ৮৩৪টি ঘর উদ্বোধন করবেন। সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর উদ্বোধন করা হবে।

Comments

The Daily Star  | English
Professor Rehman Sobhan

Prof Yunus should have invested his authority in reforms: Rehman Sobhan

Reforms not yet initiated are unlikely to be implemented, says Sobhan

28m ago