ঘুষ ফোনালাপের শাস্তি, বরিশালে বদলি

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান। ছবি: সংগৃহীত

হত্যা মামলার আসামির স্বজনদের কাছ থেকে টাকা লেনদেনের ফোনালাপ ফাঁস হওয়ার পর গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামানকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে।

গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) মো. তৌহিদুল ইসলাম আজ মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'তৌহিদুজ্জামান ৪-৫ দিন আগে বরিশাল রেঞ্জে বদলি হয়েছেন।'

বদলির কারণ ও ঘুষের ঘটনার সঙ্গে সংযোগ আছে কি না, জানতে চাইলে এসপি বলেন, 'পুলিশ সদর দপ্তর তাকে বদলি করেছে। আমি প্রকৃত কারণ জানি না। তবে আমরা ওই ঘটনার একটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি এবং তদন্ত এখনো চলছে।'

'দোষী প্রমাণিত হলে তৌহিদুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে,' বলেন তিনি।

ওসি মো. তৌহিদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ডেইলি স্টারকে বলেন, 'আমি শিগগিরই বরিশাল রেঞ্জে যোগ দেব। বর্তমানে আমার মা খুব অসুস্থ। আমি তাকে দেখতে গ্রামে যাচ্ছি।'

২ আসামির নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হবে বলে আসামির স্বজনদের সঙ্গে টাকা লেনদেন সংক্রান্ত ওই ফোনালাপের কিছু অডিও ক্লিপ গত মার্চ মাসে ফাঁস হয়।

পরে দ্য ডেইলি স্টারসহ বিভিন্ন গণমাধ্যমে ওই বিষয়ে প্রতিবেদন প্রকাশ হয়।

১৫ মার্চ ওসি তৌহিদুজ্জামানকে প্রত্যাহার করে গাইবান্ধা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পরদিন ঘটনা তদন্তে একটি কমিটিও গঠন করা হয়।

Comments

The Daily Star  | English

The silent emergency: Politicisation of our healthcare sector

The erosion of trust in doctors is creating crisis for the healthcare sector.

8h ago