অপরাধ ও বিচার

পদ্মা সেতুর বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগকারীদের খুঁজতে কমিশন গঠনের নির্দেশ

পদ্মা সেতুর বিরুদ্ধে যারা দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলেছেন, তাদেরকে খুঁজে বের করতে সরকারকে কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
অনলাইন প্ল্যাটফর্ম ও টেলিভিশনে ভারতীয় চলচ্চিত্র 'ফারাজ- এর প্রদর্শন ও স্ট্রিমিং বন্ধে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
স্টার ফাইল ফটো

পদ্মা সেতুর বিরুদ্ধে যারা দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলেছেন, তাদেরকে খুঁজে বের করতে সরকারকে কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

নির্দেশে তারা বলেন, আগামী ৩০ দিনের মধ্যে সরকারকে এই কমিশন গঠন করতে হবে এবং এর পরবর্তী দুই মাসের মধ্যে কমিশনকে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে হবে।

এর আগে, গতকাল হাইকোর্টের একই বেঞ্চ বলেন, 'পদ্মা সেতু একটি জাতীয় সম্পদ এবং আমাদের গর্বের বিষয়। যদি কোনো চক্রান্ত না থাকতো, তাহলে কেন পদ্মা সেতু নির্মাণের অর্থায়ন বন্ধ হয়ে গেছিল? যারা পদ্মা সেতু এবং এ ধরনের উন্নয়নের বিরুদ্ধে, তারা দেশ ও জাতির শত্রু, এবং তাদেরকে খুঁজে বের করা উচিৎ।'

Comments