রাঙ্গামাটিতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক ফজলে এলাহী গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত আসন) ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনীন আনোয়ারের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) মামলায় রাঙ্গামাটির স্থানীয় সংবাদপত্র ‘দৈনিক পার্বত্য চট্টগ্রাম’র সম্পাদক ফজলে এলাহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফজলে এলাহী। ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত আসন) ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনীন আনোয়ারের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) মামলায় রাঙ্গামাটির স্থানীয় সংবাদপত্র দৈনিক পার্বত্য চট্টগ্রামের সম্পাদক ফজলে এলাহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন রাঙ্গামাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন।

তিনি জানান, ডিসি পার্কের অনিয়ম নিয়ে প্রতিবেদন করায় সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দায়ের করেন নাজনীন আনোয়ার।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, তারা আজ সাইবার ট্রাইব্যুনাল আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা পান। এরপর সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। 

Comments