সেলিম চেয়ারম্যানের রিট আবেদন খারিজ, ৫০ লাখ টাকা জরিমান

মো. সেলিম খান। ছবি: সংগৃহীত

প্রস্তাবিত চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সিএসটিইউ) জন্য জমি অধিগ্রহণের অনুমতি চেয়ে আদালতে 'অসার' রিট আবেদনের জন্য চাঁদপুরের স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদ্য বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মো. সেলিম খানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছেন হাইকোর্ট।

পাশাপাশি একই কারণে আব্দুল কাদের ও জুয়েল নামের আরও ২ ব্যক্তিকে ২৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি মো. ইকবাল কবির লিটনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

একইসঙ্গে এই আদেশে রায়ের অনুলিপি পাওয়ার ২ মাসের মধ্যে সেলিম, কাদের ও জুয়েলকে রাষ্ট্রীয় কোষাগারে জরিমানার টাকা পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হয় এবং প্রস্তাবিত সিএসটিইউ'র জন্য জমি অধিগ্রহণ সংক্রান্ত রিট আবেদনটি খারিজ করে দেওয়া হয়।

এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, জাল নথি সংযোজন এবং আদালতের সময় নষ্ট করে তুচ্ছ রিট পিটিশন পাঠিয়ে এই আদালতের সঙ্গে প্রতারণা করার জন্য হাইকোর্ট সেলিম খান, আব্দুল কাদের ও জুয়েলকে জরিমানা করেছে।

একই বিষয়ে সেলিম খান ও আব্দুল কাদের যৌথভাবে একটি এবং জুয়েল আরেকটি রিট আবেদন করেন বলে জানান তিনি।

চলতি বছরের ৩ মার্চ হাইকোর্টের বেঞ্চ এ রিট আবেদনের শুনানি শেষ করে।

শুনানি চলাকালে গত ২ মার্চ অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন হাইকোর্টকে জানান, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণের নামে সরকারি অর্থ আত্মসাতের অসৎ উদ্দেশ্য নিয়ে ১৩৯টি দলিল করা হয়েছে।

প্রাসঙ্গিক নথি ও কাগজপত্রের উদ্ধৃতি দিয়ে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, রিট আবেদনকারী সেলিম খান, তার পরিবারের সদস্য ও জুয়েল নামের একজন জমির দাম অত্যাধিক বৃদ্ধিসহ বানোয়াট কাগজ ব্যবহার করে দলিলগুলো নিবন্ধন করেছেন, যা প্রাসঙ্গিক আইন অনুসারে জালিয়াতির সমতুল্য।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

15h ago