২৩ লাখ টাকাসহ আটক কক্সবাজারের সার্ভেয়ারের বিরুদ্ধে অর্থপাচার মামলা
নগদ ২৩ লাখ টাকাসহ আটক কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার সার্ভেয়ার আতিকুর রহমানের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক কক্সবাজার কার্যালয়ে রোববার এ মামলা করা হয়।
দুদক কক্সবাজারের উপপরিচালক মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত শুক্রবার সকালে রাজধানীর হজরত শাহজালাল বিমানবন্দর থেকে নগদ ২৩ লাখ টাকাসহ তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দুদক কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, 'সার্ভেয়ার আতিকুর রহমান তার কাছে থাকা ওই টাকার বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।'
'কীভাবে তিনি এত টাকা পেলেন, আমরা তার উৎস খুঁজব,' বলেন তিনি।
Comments