৫২ বিঘা সরকারি জমি দখলের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

পাবনার সাঁথিয়া উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের প্রায় ৫২ বিঘা সরকারি খাস জমি জালিয়াতির মাধ্যমে নিজেদের নামে করে নেওয়ার অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
Pabna_DS_Map
স্টার অনলাইন গ্রাফিক্স

পাবনার সাঁথিয়া উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের প্রায় সাড়ে ৫২ বিঘা সরকারি খাস জমি জালিয়াতির মাধ্যমে নিজেদের নামে করে নেওয়ার অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

স্থানীয় ভূমি অফিসের করা এ মামলায় গতকাল শুক্রবার আবুল বাশার (৫২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাঁথিয়ার ঘুঘুদহ গ্রামের বাসিন্দা।

আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মো. সিদ্দিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, সই জাল করে সরকারি জমি নিজেদের নামে করে নেওয়ার অভিযোগ এনে গত বৃহস্পতিবার গৌরিগ্রাম ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো. মোকাররম হোসেন সাঁথিয়া থানায় মামলাটি করেন।

গ্রেপ্তার আবুল বাশার ছাড়া এ মামলার অন্য ৫ আসামি হলেন- মো. আলাউদ্দিন, মো. গোলাম মোস্তফা, মো. বকুল হোসেন, মো. আব্দুল লতিফ ও আমিরুল ইসলাম বাবু। তারা সবাই পলাতক আছেন।

পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানান ওসি।

মামলার বিবরণে বলা হয়েছে, গৌরীগ্রাম মৌজার 'খ' তফশীলভুক্ত প্রায় সাড়ে ৫২ বিঘা জমি আসামিরা আত্মসাৎ ও দখলের অপচেষ্টা করেছেন।

Comments