‘আমাদের মানসিকতার পরিবর্তন না হলে পর্যটন খাতে সফলতা আসবে না’

বাংলাদেশ পর্যটন করপোরেশন কার্যালয়ে কর্মশালায় বক্তব্য দিচ্ছেন পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী। ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী বলেছেন, 'দেশের মানুষের মানসিকতার পরিবর্তন না হলে বাংলাদেশের পর্যটন খাতে সফলতা আসবে না।'

রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন কার্যালয়ে 'দেশের সুনীল অর্থনীতিতে পর্যটনের ভূমিকা' শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় সরকারের শীর্ষ কর্মকর্তারা বলেন, দেশের পর্যটন খাতের বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার যথাযথ নীতিগত সহায়তা দিতে পারেনি।

বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে অন্যান্য দেশের মতো বাংলাদেশ এ খাতে সফলতা পাচ্ছে না বলে মন্তব্য করেন তারা।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সেক্রেটারি রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

পর্যটন খাতে সরকারের বিভিন্ন ধরনের বাধা ও আমলাতান্ত্রিক জটিলতার কথা উল্লেখ করে তিনি বলেন, '২০১৭ সালে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে একটি ক্রুজশিপ ভ্রমণের জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মোট ১৭টি অনুমোদনের প্রয়োজন হয়েছিল।'

'এমনকি সরকারের একটি গোয়েন্দা সংস্থা ওই ক্রুজশিপে তার কয়েকজন সদস্যকে অবস্থান করতে দিতে হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শর্ত দিয়েছিল। ওই ক্রুজশিপে ভ্রমণকারী নারীদের আশেপাশে গোয়েন্দা সংস্থার সদস্যদের ঘোরাঘুরি নিয়ে একটি বিব্রতকর পরিস্থিতিও তৈরি হয়েছিল,' যোগ করেন তিনি।

খুরশেদ আলম জানান, ২০১৭ সাল থেকে একটি ক্রুজ জাহাজও বাংলাদেশে আসেনি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব হোসেন তার বক্তব্যে প্রশ্ন করেন, 'জাতি হিসেবে আমরা কি পর্যটন বান্ধব?'

সিলেটের একজন ট্যুর সংগঠকের বরাত দিয়ে তিনি বলেন, 'বিদেশিরা কেন শুধু সমুদ্র সৈকত ও সূর্যাস্ত দেখতে কক্সবাজারে যাবেন। সেখানে বিনোদনের তেমন কোনো সুযোগ-সুবিধা নেই।'

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন বলেন, 'পর্যটন খাতে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে অন্যান্য দেশের মতো এ খাতে আমরা সফলতা পাচ্ছি না।'

কর্মশালায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী বলেন, 'দেশের মানুষের মানসিকতার পরিবর্তন না হওয়া পর্যন্ত বাংলাদেশের পর্যটন খাত সফল হবে না।'

২০১৭ সালে ক্রুজশিপে গোয়েন্দা সংস্থার সদস্যের চড়ার বিষয়টি জেনে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, 'এ রকম হলে পর্যটনের বিকাশ হবে না।'

'দেশের মানুষের মধ্যে সচেতনতা না বাড়ালে পর্যটন খাতে সফলতা আসবে না,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Life insurers mired in irregularities

One-fourth of the life insurance firms in the country are plagued with financial irregularities and mismanagement that have put the entire industry in danger.

6h ago