ডিবি অফিসে জুরাইনের মিজানুর রহমান

মিজানুর রহমান মিজান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

রাজধানীর জুরাইনের বাসিন্দা মিজানুর রহমান মিজানকে ডিবি অফিসে তুলে আনা হয়েছে। বর্তমানে তিনি ঢাকা ডিবি অফিসে আছেন।

ডিবির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'মিজানুর রহমান মিজানকে আটক করা হয়নি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে আনা হয়েছে।'

এ দিকে বিকেল ৪টার দিকে মিজানুর রহমান মিজানের স্ত্রী শামিম হাসেম খুকি ডেইলি স্টারকে টেলিফোনে বলেন, 'মিজানের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাকে ডিবি অফিসে রাখা হয়েছে। আমি ও আমার মেয়ে তার সঙ্গে দেখা করতে ডিবি অফিসের ভেতেরে যাচ্ছি।'

মিজানের বন্ধুরা ডেইলি স্টারকে জানান, তারা ডিবি অফিসের সামনে অপেক্ষা করছেন। মিজানের স্ত্রী ও মেয়েকে ডিবি অফিসের ভেতরে গিয়ে দেখার করার অনুমতি দিয়েছে। তারা দেখা করতে যাচ্ছেন।

Comments

The Daily Star  | English
NSC shop rent scam in Dhaka stadiums

Shop rent Tk 3 lakh, but govt gets just Tk 22,000

A probe has found massive irregularities in the rental of shops at nine markets of the National Sports Council (NSC), including a case where the government receives as little as Tk 22,000 in monthly rent while as much as Tk 3 lakh is being collected from the tenant. 

17h ago