জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে সোহানা সাবা

অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
ডিএমপির মিডিয়া সেলের উপকমিশনার তালেবুর রহমান এক বার্তায় জানান, জিজ্ঞাসাবাদের জন্য সোহানা সাবাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
এর আগে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে।
সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে জামালপুরে তার গ্রামের বাড়িতে আগুন দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
Comments