ঢাকা-আরিচা মহাসড়কে ৪ কিলোমিটার যানজট

সড়ক সংস্কারের কাজের জন্য ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে প্রায় ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে স্থবির হয়ে আছে সব ধরনের পরিবহন। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
ধামরাইয়ে প্রায় ৪ কিলোমিটার যানজট। ছবি: স্টার

সড়ক সংস্কারের কাজের জন্য ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে প্রায় ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে স্থবির হয়ে আছে সব ধরনের পরিবহন। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ঢুলিভিটা থেকে নয়ারহাট পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। দুপুর সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট ছিল।

ঢাকা জেলা উত্তর ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) আব্দুস সালাম বলেন, 'সড়ক উন্নয়ন ও সংস্কার কাজ চলায় সকাল থেকে যানজট সৃষ্টি হয়েছে। ট্রাফিক পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন।'

ঢাকাগামী শুভযাত্রা পরিবহনের চালক বাবুল হোসেন বলেন, 'ঢুলিভিটা থেকে যানজটে পড়েছি। গত দুই ঘণ্টায় ১০০ গজও পার হতে পারিনি।'

মানিকগঞ্জ থেকে ভিলেজে লাইন পরিবহনে সাভারে আসছিলেন আব্দুর রহমান। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'জ্যামের কারণে ইসলামপুর এলাকায় এক ঘণ্টা বসে ছিলাম। আর সহ্য হয়নি। তাই হেঁটেই যাচ্ছি।'

এ বিষয়ে জানতে মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. গাউস-উল হাসান মারুফের মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

Comments