বাসচাপায় ২ শিশুসহ নিহত ৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, যান চলাচল বন্ধ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্লা এলাকায় বাসচাপায় ২ শিশু ও এক নারী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ঈদে কর্মস্থলে ফেরা মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্লা এলাকায় স্থানীয়দের বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ আছে। ছবি: স্টার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্লা এলাকায় বাসচাপায় ২ শিশু ও এক নারী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ঈদে কর্মস্থলে ফেরা মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

আজ শনিবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সে কর্মরত এএসআই মো. নবীন দ্য ডেইলি স্টারকে জানান, পাকুল্লায় বাসচাপায় আহত আনুমানিক ২৬ বছর বয়সী অজ্ঞাত এক নারী এবং ৫ বছরের এক শিশুকে দুপুর ১২টায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এর আগে, এ ঘটনায় ৭ বছরের এক শিশুও নিহত হয়েছে। 

টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মনসুর মুছা ডেইলি স্টারকে বলেন, 'মহাসড়ক অবরোধকারীদের শান্ত করার চেষ্টা চলছে।'

এর আগে, ভোর সাড়ে ৪টার দিকে মির্জাপুর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুল্লা মনসুর এলাকায় যাত্রীবাহী বাস একটি দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। ওই ঘটনায়ও ৪ জন নিহত হন। এর কয়েক ঘণ্টার ব্যবধানে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে অপর দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় ঈদে কর্মস্থলে ফেরা মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদ ও পাকুল্লা বাসস্ট্যান্ড এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ অব্যাহত ছিল।

এদিকে, বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কে দীর্ঘসময় যানজটে আটকে থাকার পর আবার মির্জাপুরে স্থানীয়দের এই মহাসড়ক অবরোধে যাত্রী এবং পরিবহন শ্রমিকসহ সংশ্লিষ্টরা সীমাহীন ভোগান্তিতে পড়েছেন।

Comments