সিলেট রেলস্টেশন পর্যন্ত যেতে পারছে ট্রেন

বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেন এখন সিলেট রেলস্টেশন পর্যন্ত যেতে পারছে।
প্রতীকী ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেন এখন সিলেট রেলস্টেশন পর্যন্ত যেতে পারছে।

রেলওয়ের বিভাগীয় ট্রান্সপোর্ট অফিসার খায়রুল কবির বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সিলেট রেলস্টেশনে বন্যার পানি উঠেছিল। এ কারণে গতকাল দুপুরের পর থেকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া কোনো ট্রেন সরাসরি ওই স্টেশন পর্যন্ত যেতে পারেনি। ট্রেনগুলোকে পর্যায়ক্রমে সিলেট স্টেশনের আগের দুটি স্টেশনে (মোগলা বাজার ও মাইজগাঁও) থামতে হচ্ছিল।' 

'তবে আজ রেলপথে বন্যার পানি কিছুটা কমেছে। ফলে সিলেট রেলস্টেশন পর্যন্ত ৩টি লাইন ব্যবহার উপযোগী হয়েছে। এ কারণে দুপুর ১২টা ৫৫ মিনিটের পর থেকে মোগলা বাজার ও মাইজগাঁও রেলস্টেশন পার হয়ে সিলেট রেলস্টেশন পর্যন্ত ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।'

Comments