গরু বিক্রি করে ফেরার পথে বাসের ধাক্কায় নিহত ২

গরু বিক্রি করে ফেরার পথে পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই জন।
শনিবার দুপুরে তুষখালী-মঠবাড়িয়া সড়কে তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। জেলার ভান্ডারিয়া থেকে গরু বিক্রি করে তারা মঠবাড়িয়ায় ফিরছিলেন।
নিহতরা হলেন- উপজেলার উত্তর সোনাখালী এলাকার জাহাঙ্গীর হোসেন (৫০) এবং হিরু সিকদার (৪৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে আসা বনফুল পরিবহনের একটি বাস মাঠবাড়িয়ার দিকে যাচ্ছিল। এ সময় বাসটি একই সড়কে চলাচলকারী গরু ব্যবসায়ীদের বহনকারী স্থানীয়ভাবে নির্মিত একটি ট্রলিতে ধাক্কা দিলে এটি উল্টে যায়। এসময় আহত চার জনকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জাহাঙ্গীর ও হিরুকে মৃত ঘোষণা করে। অন্য দুই জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় বনফুল পরিবহনের বাসটিকে জব্দ করা হয়েছে বলে জানান মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম বাদল। তবে বাসচালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Comments