গাজীপুরে স্কয়ারের ওষুধ কারখানায় আগুন, কাজ করছে ১৪ ইউনিট

গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ওষুধ কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি সৌজন্য: ফায়ার সার্ভিস

গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ওষুধ কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগুণ নিয়ন্ত্রণে মোট ১৪টি ইউনিট কাজ করছে। আগুনের যে ভয়াবহতা তাতে নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।'

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালক নওয়াবুর রহমান সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থল থেকে টেলিফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুপুর ১২টা ১০মিনিটের দিকে আগুন লাগে। আমরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগুন নেভাতে আমাদের আরও সহায়তা প্রয়োজন।'

Comments