ডিপো মালিক, সরকারি তদারকির গাফিলতিতে সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড

বিএম কনটেইনার ডিপোসহ সংশ্লিষ্ট সরকারি তদারকি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে চট্টগ্রামে সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটেছে।
গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের বি এম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: ছবি: মোহাম্মদ সুমন/স্টার

বিএম কনটেইনার ডিপোসহ সংশ্লিষ্ট সরকারি তদারকি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে চট্টগ্রামে সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটেছে।

ওই ঘটনার ১ মাস পর চট্টগ্রাম বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আজ বুধবার বিকেলে বিভাগীয় কমিশনারের কাছে ১৯ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে কমিটি।

এছাড়া প্রতিবেদনের সঙ্গে ৩০০ পৃষ্ঠার বিভিন্ন নথি ও জবানবন্দিও জমা দেওয়া হয়েছে।

প্রতিবেদনে সংশ্লিষ্ট আইন সংশোধনসহ ২০টি সুপারিশ করা হয়েছে।

এই তদন্ত কমিটির প্রধান ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ডিপো কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সরকারি তদারকি প্রতিষ্ঠানকে দায়ী করে প্রতিবেদন দেওয়া হয়েছে।

মোহাম্মদ মিজানুর রহমান বলেন, 'বিস্ফোরণের কারণ, এর জন্য দায়ী ও সুপারিশকে সামনে রেখে তদন্ত করা হয়। সংশ্লিষ্ট ২৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়।'

'হাইড্রোজেন পার-অক্সাইড ভর্তি একটি কনটেইনার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে তদন্ত কমিটি,' যোগ করেন তিনি।

গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের বি এম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত ৫০ জন মারা গেছেন এবং প্রায় দেড়শ জন আহত হয়েছেন।

ঘটনা তদন্তে পরদিন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন।

কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এছাড়াও এ ঘটনায় বন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন, কাস্টমস কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে।

Comments

The Daily Star  | English

Secondary schools, colleges to open from Sunday amid heatwave

The government today decided to reopen secondary schools, colleges, madrasas, and technical education institutions and asked the authorities concerned to resume regular classes and activities in those institutes from Sunday amid the ongoing heatwave

3h ago