পারাবত এক্সপ্রেসের আগুন নিয়ন্ত্রণে, ২ বগি ভস্মীভূত
ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে ট্রেনটির ২টি বগি ভস্মীভূত হলেও এখন পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজ শনিবার বেলা পৌনে ১টার দিকে ভানুগাছ-শমসেরনগর স্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে আগুন নিয়ন্ত্রণে এলেও বিকেল সাড়ে ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেট-আখাউড়া রেল সেকশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শমসেরনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জামাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে কমলগঞ্জ ও মৌলভীবাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটি দুপুর সোয়া ১২টার দিকে শমশেরনগর স্টেশন অতিক্রম করার পর থেকেই জেনারেটরের বগিতে আগুন দেখা যায়। এ অবস্থাতেই প্রায় ৪ কিলোমিটার অতিক্রম করার পর ট্রেনটি থামানো হয়। তখন যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে যান।
এ সময় আগুন লাগা ২টি বগি ট্রেন থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়।
পারাবত এক্সপ্রেসের পরিচালক মো. ইসমাইলের ভাষ্য, 'ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।'
শমশেরনগর স্টেশনের স্টেশন মাস্টার মো. জামাল উদ্দিন বলেন, 'পারাবতে আগুন লাগার পর থেকে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি লংলা স্টেশনে আটকা আছে।'
Comments