পুলিশের রেকারের ধাক্কায় স্কুল শিক্ষার্থী নিহত

দুর্ঘটনা
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৩ নম্বর গেটের সামনে পুলিশের রেকার গাড়ির চাপায় মাহতাব আহমেদ তাসিন (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাসিন সে সময় মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। 

বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে স্টেডিয়াম গেটের সামনে ঘটনাটি ঘটে।

মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাসিনকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী নুর হোসেন জানান, রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৩ নম্বর গেটের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল সে। এ সময় পুলিশের রেকার গাড়ির চাপায় গুরুতর আহত হন। তখন তাকে দ্রুত হাসপাতালে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে তাসিনের আত্মীয়-স্বজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তাসিনের মা কাকলী আক্তার জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মনদগাও গ্রামে। বর্তমানে ওয়ারী স্ট্রিট বলদা গার্ডেনের সামনে একটি বাসায় ভাড়া থাকেন। তাসিন কেরানীগঞ্জ শাখার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণিতে পড়তো। দুই ভাই এক বোনের মধ্যে তাসিন ছিল দ্বিতীয়। 

তিনি আরও জানান, তাসিন বিকেলে বাসা থেকে বের হয়। পরে তাসিনের কোনো এক বন্ধুর মোটরসাইকেল চালাচ্ছিল। রাতে দুর্ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে এসে তাসিনের মৃতদেহ দেখতে পান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
 

Comments

The Daily Star  | English
Bangladesh Bank allows paying foreign university fees

Banking reform roadmap crucial for stability, confidence

Financial sector's future hinges on effective execution of three-year reform

3h ago