বাসের ধাক্কায় প্রাণ গেল দাদি-নাতনির

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মহাসড়ক পার হতে গিয়ে বাসের ধাক্কায় দাদি ও নাতনি নিহত হয়েছেন।
দুর্ঘটনা
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মহাসড়ক পার হতে গিয়ে বাসের ধাক্কায় দাদি ও নাতনি নিহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুরে উপজেলার কাঁচপুর মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বন্দর উপজেলার দড়ি সোনাকান্দা এলাকার নাসির উদ্দিনের মা শামসুন্নাহার বেগম (৫৯) এবং নাসির উদ্দিনের মেয়ে আরফি আক্তার (৮)।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবী হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, শামসুন্নাহার বেগম ও আরফি আক্তার আজ নরসিংদী যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন। দুপুর ১টার দিকে কাঁচপুর মোড়ে হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন দাদি-নাতনি। এ সময় দ্রুতগতির একটি বাস ধাক্কা দিলে ছিটকে মহাসড়কের পাশে পড়ে যান তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ২ জন মারা যান।

বাসটিকে জব্দ করা হলেও এর চালক ও হেলপার ২ জনই পালিয়ে গেছেন বলে জানান ওসি।

ময়নাতদন্তের জন্য ২ জনের মরদেহ মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

 

Comments