সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড

বাড়িতে অসুস্থ মা, ছেলে কাতরাচ্ছেন চমেকে

প্রথমবারের মতো চট্টগ্রামে কাজ করতে এসে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত হয়েছেন হেল্পার হিসেবে কাজ করা মো. সুজন আহমেদ (১৯)।
হাসপাতালে চিকিৎসাধীন সুজন আহমেদ। ছবি: সঞ্জয় কুমার বড়ুয়া

প্রথমবারের মতো চট্টগ্রামে কাজ করতে এসে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত হয়েছেন হেল্পার হিসেবে কাজ করা মো. সুজন আহমেদ (১৯)।

বিস্ফোরণে তার ২ হাত, বুক ও পিঠ দগ্ধ হয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বেডে একা একা শুয়ে কাতরাচ্ছেন। সুজনকে দেখতে কোনো স্বজন আসেননি। তার গ্রামের বাড়ি হবিগঞ্জে।

চিকিৎসাধীন সুজন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি জীবনে প্রথমবার চট্টগ্রামে এসেছি। এখানে এসে ৪ দিন কাজ করেছি। ডিপোর ভেতর তালা লাগানো ছিল। আমার বাবা নেই, মা আছেন। আমার মা অসুস্থ হয়ে গ্রামের বাড়িতে আছেন। আমাকে দেখতে আসার মতো কেউ নেই।'

তিনি আরও বলেন, 'বাবা বেঁচে না থাকায় আমাকে পরিবারের খরচ চালাতে হতো। অসুস্থ মায়ের চিকিৎসা করাতে হতো।'

 

Comments